এখন সবকিছুর এতো বেশি সংকরায়ন
গাছের ভেতর গাছ
মাছের ভেতর মাছ
শহরের ভেতর শহর
প্রহরের ভেতর প্রহর
রাজনীতির ভেতর রাজনীতির পরাগায়ন!

এখন সবকিছুর এতো বেশি সংকরায়ন
জমির ভেতর জমি
মমির ভেতর মমি
খাসের ভেতর খাস
ঘাসের ভেতর ঘাস
মাসের ভেতর মাস একই দুরবৃত্তায়ন!

এখন সময় সবকিছুর সবার
সফল চাষ  বারো মাস
এখন সময় সবকিছুর
পাতিহাঁস আর ইতিহাস!!