লাট সাহেবের তিন ঠ্যাংওয়ালা কুকুরকে দেখলাম
বড় আয়েশ করে করে খিলিপান চিবুচ্ছে...
আহা! চমন বাহার জর্দার কী আন্তরিক সুঘ্রাণ...!
গেলোবার সখিনার খোয়াবের পাতিহাঁসের সোনার
ডিম দেওয়ার কথা ছিলো...এবারও দেয়নি
এদিকে ক্যারেটে ক্যারেটে বাড়ছে সোনার দাম
সবাই কি তবে ভুলে গেছে বাড়িছাড়া সখিনার নাম?
তবুও.... সখিনা মনে মনে ঈদ যাত্রার কথা ভাবে
তারের সাথে তার জোড়া দিতে চায়....
কে জানে,কদম আলী এখনও তার আছে নাকি নাই?