স্বাধীনতা তুমি আমাদের অহংকার
বীর শহীদের রক্তে কেনা অধিকার।
লক্ষ মা-বোনের আত্মত্যাগের দান
স্বাধীন বাংলায় গাওয়া মুক্তির গান।
স্বাধীনতা তুমি লাল সবুজের দেশ
বাঙালি জাতির শ্রেষ্ঠতম পরিবেশ।
কৃষকের হাসি, শ্রমিকের ঝরা ঘাম
স্বাধীন বাংলায় মুক্তিযোদ্ধাদের নাম।
স্বাধীনতা মানে মায়ের স্নেহমাখা মুখ
পিতার কঠোর আদর সন্তানের সুখ।
স্বাধীনতা মানে মুক্তিকামীর কলরব
মুক্ত আকাশে উড়ে যাওয়া পাখিসব।
স্বাধীনতা মানে অন্যায়ের প্রতিবাদ
ন্যায়ের পথে চলা, হাতে হাত নির্বিবাদ।
স্বাধীনতা মানে সাম্য, ঐক্য আর প্রেম
সবার উপরে মানুষ শ্রেষ্ঠ একই ফ্রেম।
-------------------------