আজকে দেখি চৈতের নোনতা রোদ
দেহজ প্রেমের মতো বাজায় সরোদ!
হিমালয়ের গর্ভে ক্ষীরের মতো হিম
আমার আকাশ চিতার মতো রক্তিম!
রোদের অলিন্দে মিশে নীলস্বপ্ন দিন
অসীম আকাশে খুঁজে শালিক স্বাধীন!
ঘাসের মতো শীর্ণ দেহ ধূলি মলিন
খোসার মতো রুক্ষ নদীর মতো ক্ষীণ!
রোদে পুড়ে না, জলে ডুবে না ও লাশ
বিজয়াকে ভালোবাসতো বাবু বিলাস!!
খাল-বিল শুদ্ধ দেশ ভরেছে চোরে
বালু,পাথর খেয়েছে মাটি খুঁড়ে খুঁড়ে!!