স্বাধীনতা যেনো এক স্বপ্নীল পাখি
মেঘের ডানায় ওড়ে স্বপ্নীল আঁখি
হাজার রক্তিম সূর্য ওঠে দশ দিগন্তে
শিকল ভেঙে মুক্তি গায় দিনান্তে!

পাখির চোখে আঁকা স্বপ্নের দেশ
যেখানে ভয় নেই, নেই কোনো ক্লেশ।
সমুদ্রের ঢেউয়ের তালে মিশে গান
স্বাধীনতার সুরে জাগে সবার প্রাণ।

রাতের আকাশে কত তারার মেলা
মুক্তির আলোয় হউক পথচলা।
স্বপ্নের সিঁড়ি বেয়ে ওঠে নতুন পথ
স্বাধীনতার নামে নিতে দীপ্ত শপথ।

ফিনিক্স পাখির ডানায় মুক্তির রঙ
স্বাধীনতার সুরে জীবন তরঙ্গ সঙ
প্রতিটি নিঃশ্বাস যেন মুক্তির স্বাদ
স্বাধীনতার গানে নেই কোনো বাঁধ।