রাত্রি জাগে লাল বৃত্তের ভেতর
ছায়ারা দেয় উঁকি ধোঁয়ার কুণ্ডলিতে
স্বপ্নের শহরে মাটির গন্ধ মিশে যায়
বারুদ আর স্নানের জলে।

এইসব মৃন্ময়ী সময়ে একটি পতাকা উড়ে যায়
নক্ষত্রের গায়ে লেগে থাকে মানচিত্রের দাগ
সেখানে আমাদের স্বাধীনতার ছায়া
অর্ধেক লাল আর বাকি অর্ধেক সবুজ।

তোমার হাত ধরে হাঁটে এক নতুন শিশু
দেখো, তার চোখে ঝুলে থাকা একশো নদী
সেই নদীর প্রতিটি ঢেউয়ে ভাসছে
আলো আর অন্ধকারের কোলাহল।

তবুও দাঁতকপাটি ভেঙে একদিন ভোর আসে
রক্তিম সূর্যের বুকে গেঁথে থাকে
একটি নামহীন প্রতিজ্ঞা
আর একটি অমরতার ডাক।

স্বাধীনতা, তুমি কি আসলে দুঃস্বপ্নের
শেষ প্রান্তে জ্বলতে থাকা একটি আলোর রেখা?