স্বাধীন দিনের গল্প শোন
নয়টি সবে মাস
চোখের জলে নাকের জলে
পাক বাহিনী নাশ!
বীরের জাতি ভয় করে না
সাহস ভরা বুক
জীবন দিয়ে আনলো কিনে
স্বাধীনতার মুখ।
স্বাধীন দিনের স্বপ্ন ছিলো
সবার মুখে হাসি
নারী-পুরুষ যুদ্ধে গেলো
গেলো মজুর চাষি।
আমরা স্বাধীন দেশ পেয়েছি
দেশ যে সবার বড়
দেশমাতা-কে ভালো বেসে
নিজের জীবন গড়।।