স্বাধীন স্বাধীন মুখেই বলি
দেশের স্বার্থ যাই ভুলে
মনের ভেতর জমাট ব্যথা
আজকে কিছু বলি খুলে!
দেশ আগে না ব্যক্তি আগে
সেই প্রশ্নটি রাখতে চাই
দেশকে যদি মাতা মানো
এরচেয়ে বড় কিছু নাই।
তবুও সবাই নিজেই বড়
আপনা পেটের পুজো কর
যেজন খায়নি সারাটি দিন
একবার কি তার হাত ধর?
তবেই স্বাধীন স্বাধীন হবে
সবার ঘরে আসবে সুখ
চোখের জলে ভাসবে না
আর দুঃখীজনের মুখ।