বল খোকা বল খুকি
কোন মাস সেরা
যে মাসে আনন্দেতে
আমরা আত্মহারা!
নয় মাসের যুদ্ধ শেষে
বিজয় ধরা দেয়
সেই মাসে পাকবাহিনি
লেজ গুটিয়ে নেয়!
বিশ্ব দেখে অবাক চোখে
বীর বাঙালির জয়
সেই মাসটি তো ডিসেম্বর
অন্য কোনো নয়!
ছড়া পড়ি ছড়া লিখি
ডিসেম্বরের গান
এসো সবে সজাগ থাকি
বাঁচাতে দেশের মান!
---------------------------