সেই ছেলেটি ভালো ছিলো
কেমনে চোরের তকমা পেলো?
সেই ছেলেটি স্বপ্ন বাজ
একদিন মাথায় পড়লো বাজ!
বাবা-মায়ে মারা গেলো
চার ভাই-বোনে এতিম হলো!
দ্বারে দ্বারে খুঁজলো কাজ
গলা-ধাক্কার পেলো তাজ!
সমাজ তাকে বদলে দিলো
চোরের তকমা গলায় নিলো!
তবুও সে কাজ চায়
সুন্দর জীবন গড়তে চায়!