আজ আর কেমনে কী
রাতেও উড়ছে গাঙচিল
পদ্ম পাতায় ঘুমিয়ে আছে
তোমার-আমার সে নীল!
ভালোবাসারা আজকাল
তেলে-জলেই হয়
লাল হউক বা নীল হউক
কিছুই যায় আসার নয়!
মাঝে-মধ্যে যদিবা ভুলচুক
একটা দুইটা অয়
ময়লার মতোন ফেলে দিও
প্রশান্তি আসবে হৃদয়!
ভালোবাসার আলোর গাছ
সবার কাছেই দামি
সেই গাছে জল দিতে হয়
যদি না থাকে ডামি!!