দুঃখগুলো দুঃখজনকভাবে সব স্পর্শের বাইরে...
তবুও ইতিকথার পর আরও কিছু কথা থাকে
এখনও কানামাছি, বউচির নাম করে ডাহুক ডাকে!

কেবল সময়ের অসম ফারাকটা কেউ বুঝে না
ভালোবাসার নদীটা আজও ঝড়ো বৃষ্টির মতো কাঁদে
ভেতরে-বাইরে একই রকম ভাঙাচোরা সড়ক
কোথাও কোনো সুবাতাসের সন্দেশ নেই....
গন্ধর্ব পৃথিবীর সবখানে লেগে আছে একই মড়ক!

অথচ
পানকৌড়ি সকালগুলো খিলখিলিয়ে হাসে বেবুঝ
কতো শরীরের বাতাস শরীরে লাগে রোজ
তবুও আজকাল কেউ রাখে না অন্য কারো খোঁজ.!!