চলো...একটা গল্পের সঙ সাজি...
অমুদ্রিত প্রচ্ছদের জলরঙ হই
পশ্চাতে পড়ে থাকুক মধ্যমা আঙুলি
কিছু জলছাপ ওরা করুক হৈ চৈ!
চলো.. নীরবতার সীলমোহর আঁকি
আঁকড়ে পড়ে থাকি সবার দেখাদেখি
দেখো..একদিন না একদিন কৈফিয়ত
দেবে বাজপড়া অশুদ্ধ জলের অনুবাদ
আমি জানি, সেখানে লেখা থাকবে
সেই ভার্জিন চাঁদের সানাই নির্বিবাদ!