কেউ পড়বে কি পড়বে না এইসব পচা বাসি ভেবে
একজন কবি কোনোদিন কবিতা লিখেন না
একজন কবি হলেন একজন প্রকৃত মালী
তিনি জানেন, মধু থাকলে মৌমাছিরা কাছে আসবেই
চারদিকে গুনগুন আওয়াজের আগুন ভাসবেই!

তবুও মাঝে মধ্যে কিছু শব্দেরা ভাঙ্গারি হয়
দ্রবীভূত জলে ভিজে পোড়া শব্দের গন্ধ হয়
কখনও থাকতেই পারে যোগ কিংবা বিয়োগ
তবুও যিনি কবি, করেন না কোনো অভিযোগ!

অবশ্য সমাহিত জল আর দ্রোহ একই মুদ্রার পিঠ
যদিও কবি কখনও খুলতে পারে না শব্দগিঁট!"