এই গ্রহের এক সবুজ মেয়ে মায়া ভরা দেহ
তার মতোন এতো অপরুপা আর নাই কেহ।
তার ডালে ডালে পাখপাখালি জলে থাকে মাছ
তারে স্বর্ণলতায় জড়িয়ে রাখে গাছের পরে গাছ।
দু'চোখ মেলে যেদিকেই যাই সবুজ বনের ছায়া
তার লতায় পাতায় জড়াজড়ি মায়ার উপর মায়া।
তার মাথার উপর উড়ে যায় সাদা বকের সারি
আরও উপরে তাকিয়ে দেখ সাদা মেঘের বাড়ি।
------------------------------------