সবাই বলে, কবি এবার না হয় একটু সাবালক হও
মনে-মননে না হলেও অন্তত বাইরের রঙ-ঢং
আচ্ছা বলুন তো দেখি....
যে আমি সর্বৈব শুকনো ঠনঠনে মাটির গড়া
তার কি মানায় এইসব সাবালক হওয়ার মন্ত্রপড়া?

অবশ্য আজকাল লোকে কেবল বাহিরটাই দেখে
কেউ দেখে না, দেখতে চায় না দূরদেশ
যদিও সব চুলই সাদা কিন্তু চিকচিক কালো কেশ!

এভাবেই পরিপাটি থেকে হয়ত বয়স লুকানো যায়
সত্যের উপর মিথ্যার দেওয়া যায় নিটোল প্রলাপ
আমি বুঝি না,  বুঝতে চাইও না প্রলাপ নাকি অপলাপ!

এই যে লুকোচুরি খেলা, এভাবেই কেটে যাচ্ছে বেলা
কখনও কী মনে হয় না.. হে মহান পথিক প্রবর
যারা মাছ ধরেন তারা সবাই নন আসল ধীবর..!!