সৌর ঝড় আসছে কেন
মানুষ তুলসি পাতা
জলে-স্থলে-নভঃনীলে
ধরবে কে গো ছাতা?

কার চাতালে ধান শুকাবে
কার বরজে পান
ক্যাসিনোতে চলতে থাকুক
মদ, জুয়া আর গান!

কথায় কথায় কথা বাড়ে
গলাবাজি ক'দ্দিন
সাগর, পাহাড় গিলে খেয়ে
তাক ধিনা ধিন ধিন!

পায়ের তলায় কমছে মাটি
কাঁপছে সাগর জল
এই দেখ না ফুঁসছে কেমন
রুপের দাবানল!!