পুড়ছে...শুধুই পুড়ছে..পুড়তে থাকুক যত খুশি
লোকে বলে, পোড়া আর গড়া এইতো জীবন!
একদিন হা করলে যার পেটে পৃথিবী মোচড় দিত
কী আশ্চর্য! সেই তারই এখন নাকি ডায়রিয়া
অনেকদিন আগে যে কলেরার নাম শুনেছিলাম
অথচ এখন ভুলে গেছি মহাবিশ্বের সব হিস্টিরিয়া!

কে না জানে, বিধাত্রী বলে আসলে কিছু নেই
তবুও মানুষেরা কেউ কেউ কেন বারোভাতারি হয়
আমারও মাঝে মাঝে খুব আফসোস হয় দাবানল
একদিন যে আমি একান্তই আমার মধ্যে ছিলাম
এখন দেখি আমাতে অন্য কেউ করে কোলাহল!