১
সেই নদীটার দুঃখ বড়
এখন ভয়ে জড়সড়
তবুও তোমরা ভরাট কর!
২
সেই পাখিটা ভালো নেই
বসার মতোন গাছ নেই
তবুও তোমরা যেই-সেই!
৩
সেই গাছটা কেমন আছে
মাটি নেই গোড়ার কাছে
তবুও তোমরা আছ বেঁচে!
৪
সেই রাস্তাটা ভাংগা বড়
ভয়ে কাঁপে থর থর
তবুও কি তোমরা একটু নড়?