যে ভালোবাসা মুক্তোর মালা
সে কতোটা ভালোবাসা?
যে ভালোবাসা হৃদয় পোড়া
তাতে কি নেই কিছু আশা?
এখন যে মানুষ সুখীজন
তার সুখ কি চিরন্তন?
যে নদীর কোনো আশা নেই
তার কি হতে পারে না সাগর মন্থন?
যেজন হৃদয় পোড়া গন্ধে ভাসে
তার কি সুর্য উঠে না?
রাত্রি যতোই আধাঁর হউক
সোনালি ভোর কি ফুটে না?
---------------------------