রেখার আলো বিস্ফোরক হতে চেয়েছিলো
সবাই বলল, আরে কর কী, কর কী..চুপ, চুপ!
থতমত রেখা হাতের কাছে কিছুই পায়না দেখা
অতঃপর..... আলোর 'পর ঢেলে দিলো,
একমুঠো ধোয়ামোছা ধূপ!
এরপরও কিছু মশা আর মাছি নাখোশ হলো
রেখার দাহ নাকি দাফন হবে এ নিয়ে মামলা হলো!
বেচারি রেখার আলো অবশেষে নিভেই গেলো
কেউ জানতে চাইলো না... তবুও কি
হতভাগী রেখা এই সমাজ থেকে নিষ্কৃতি পেলো?