রেলগাড়িটা ঘোড়ার মত
ঝক ঝকা ঝক ইচ্ছেমত
চলছে তো চলছে,
লাগাম পরা উটের মত
ইচ্ছা স্বাধীন কোনোমত
যা খুশি তাই বলছে।
তার আশায় কত মানুষ
কেউ হুশ কেউ বা বেহুশ
দাঁড়িয়ে যে ঘামছে,
ঝক ঝকা ঝক রেলটা
ঘ্যাচাং ঘ্যাঁচাং চাকাটা
মাঝে মাঝে থামছে।
রেলের সাথে পাল্লা দিয়ে
ছুটছে আকাশ মেঘ নিয়ে
কোথায় মেঘের বাড়ি
খোকাখুকির একটা দল
জল পাহাড়ে করছে হল
জলই তাদের গাড়ি!!
--------------------