রক্ত নেবে...  রক্ত?
সাগর.. সাগর রক্ত আছে.. রক্ত!  
শিশু-কিশোর,,যুবক-বৃদ্ধ
সব শ্রমিকের রক্ত আছে.. রক্ত!

ওদের রক্তের রঙ নেই
চিংড়ি মাছের মতোন শাদা
ওরাও কারো সন্তান-বাপ-দাদা!!
---------------------