বরই খেজুর কিনতে গিয়েছিলাম আটশ টাকা কেজি
সাথে সাথে মনে হল আমি কি আর মানুষ আছি...
নাকি একটু আগেই হয়ে গেছি জঙ্গলের আদি বেজি!
ইদানিং আকাঙ্খা, যোগ্যতা ও আসক্তির কথা ভাবি
ভাবি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদ
তাতেও দেখি কখনও কখনও কাব্য হয় না বিপদ
কেবল নেংটি ইঁদুরের ঝাঁকের মতোন বাড়ে আপদ!
বিপদ বাড়ুক.... বাড়তে থাকুক ঘুষ, তুষ আর তোষ
আসন্ন রমজানের ইফতারে খেজুর খাব না বরই খাবো
তবুও যদি নফস কখনও সখনো খেজুর খেতে চায়
তখন নাকের ডগায় কিংবদন্তি খেজুরের ঘ্রাণ নেবো!
যদিও আমার এমনিতেই চাল থাকলে চুলো থাকে না
আবার যখন চুলো থাকে তখন থাকে না চাল
আমি খেজুর বা বরই যা-ই খাই না কেন তাতে কী
তাতে কি নির্ঘাত কোমায় যাবে দেশের সমস্ত আকাল?
যদি দেশের আকাল কোমায় যায় অথবা যায় ঘুমায়
তাহলে আমি খেজুর বরই কোনোটাই খাব না গাল
বাজার থেকে কিনে আনব সদ্য ফোটা রক্তজবার লাল!