মাঝে মাঝে কবিতা প্রসবের কথা ভাবি
ভাবি এই কাল আর সেই কাল
কত সাদা কালো হয়, কালো হয় লাল!
তবুও কবিতা যেখানে ছিলো সেখানেই আছে
আগে মাঝে মধ্যে কাছে ডাকতো তাও
এখন বেদিল সময়েরা মুফত চলে যায় ফাও!
যে দিনের গায়েবানা জানাজা হয়েছে
তার হিসাব রাখতে ভুল করে না ইতিহাস
আজকে যে পাখিরা আছে রাজহাঁস
নক্ষত্র খসে পড়লে একদিন সে-ই পাতিহাঁস!