একটি ছেলে পুকুরঘাটে
বড়শি হাতে চুপ
একটু পরেই জোনাকিরা
জ্বালবে আলো ধূপ!

নেংটি ইঁদুর করছে খেলা
বিড়াল ফোলায় গাল
মাছরাঙাটা ওড়ে ওড়ে
দেখিয়ে যায়  লাল।

পুঁটিমাছটা টাপুর টুপুর
জলের মজা লুটে
কলসি কাখে গাঁয়ের বধু
শ্বশুর বাড়ি ছুটে।

এই খেলাটা জমেছে বেশ
ডাহুক পাখির ডাকে
বড়শি হঠাৎ বিঁধে গেলো
পুঁটি মাছের নাকে।
-------------------------------