অন্ধকার ছুঁয়ে দেখি কাউনের মিহি দানার
মতোন ছিপছিপে আলো
নিমিষেই মনে পড়ে  আর্কটিকের বরফ
ওরাও তো চুপি চুপি জমাট বাঁধে ভালো!

যদিও...
ধীরে পাস্তুরিত হয় সমুদ্রের নিংড়ানো জল
মানুষের মতোন ওরাও ঠিকানা খুঁজে অতল!

পুস্পিতার সাথে যেমন করে প্রেম হয় রেনুর
হঠাৎ আকাশে দেখা হয় সাহসী এক ধেনুর!

সহ্যাস্যে সে বলে উঠে, কোথা যাও কালো
আমি তাঁর...যে আমায় বাসে খুউব ভালো!!