পুরাকালের কথারাই ইদানিং চন্দ্র-সূর্য হয়
হাজার আলোকবর্ষ দূর থেকে ওরা আসে
ওরা আসে.. আসতে আসতে কিংবদন্তি হয়!
কখনও জোনাকিরা মিটিমিটি আলো ছড়ায়
সে আলোয় পারাপারের সাঁকো হয়
দিগন্ত বিস্তৃত প্রশান্ত ভালোবাসার নদী হয়!
আমি এখন শকুনের চোখে সারাবিশ্ব দেখি
অনুতাপ গলে কখন উত্তাপ ছড়িয়ে পড়বে
আমি এখন সেই আজব স্বপ্ন দেখি...
অথচ আমার আর জানতে তেমন নেই বাকি
তাইতো...
আমরা পুরাকাল কে সিন্ধুকে ভরে রাখি!!