টুলের উপর কিছুক্ষণ বসার পর মনে হলো
শিরদাঁড়া মচমচ করছে
কাগজ ভাঁজ করলে অথবা কাগজের ভাঁজ খুললে
যেভাবে মচমচ আওয়াজ হয় ঠিক সেভাবে!
তবে যা কিছুই হোক আপাতত কবিতা লেখা
ছাড়ছি না, আলোর পেছনে ছুটতে কার না ভালো লাগে?
মলাট বন্দি বইয়ের মতো জীবনও মলাট বন্দি
সময় যেমন কোনোদিন কারো নয়
জীবনেরও তেমনি কেবল প্রচ্ছদ বদল হয়!