একটা পশু মনের ভেতর
একটা পশু বাইরে
কোন পশুটা খোদার কাছে
প্রিয় জানো ভাইরে।
যেই পশুটা অনেক দামি
নাদুসনুদুস তাই কি
নিজের মনে ভেবে দেখো
খোদাতায়ালা চায় কি!
খোদার কাছে পৌছে না যে
গোশত কিংবা রক্ত
তাইতো হিসাব বুঝতে ভাই
একটু খানি শক্ত।
সহিহ শুদ্ধ নিয়ত আর যে
পরহেজগারীর মন
আল্লাহর নিকট প্রিয় হতে
এরচেয়ে নাই আর ধন!!
-----------------------