আকাশ তলে একটু জিরোই
হালকা মেঘের সনে
চাঁদনী এসে বসলো পাশে
প্রজাপতি এই মনে!

মেঘ গুড়গুড় বান ডেকেছে
ভালোবাসা উছলায়
ফোঁটা ফোঁটা বাদল ঝরে
অনুরাগের জোছনায়!

কবুতর ঐ ডাকছে রে আজি
এই বাঁধন হারা দিনে
কাশবনেতে যাইবার বেলায়
চাঁদ যে নেবো কিনে!
------------------------------------