এতো যে গাদাগাদি, ঠেলাঠেলি, লাঠালাঠি
তবুও পৃথিবী কাউকে পিঠ থেকে ছুঁড়ে ফেলে না
এই যেমন শিশু যতই কান্নাকাটি করুক
বায়না ধরুক... জ্বালাতন করুক, হিসু করুক
মা তাকে কখনও ছুঁড়ে মারতে পারে না...!
বোধ করি তাই মা ও পৃথিবী সহোদর ভাই
আমরা নিজের মায়ের যেভাবে যত্ন নিই
পৃথিবীকেও সেভাবেই সমান যত্নে রাখা চাই!!