ওই যে প্রাণের মাতৃভাষা
সাগর রক্তের দামে কেনা
মায়ের কোল পাখির বোল
শোধিতে হবে এই দেনা।
মাথার উপর বিদেশী মাছি
সদাই ভনভন করে
মুখেই বলি বীরের জাতি
বীর কি এতো ডরে?
তবে কি গো আমরা আজ
মাকে দিয়েছি ছুটি
দেখো না প্রভাত ফেরিতে
লাল মোরগের ঝুঁটি।
এখন সময় সজনে ডালে
চল মায়ের মান রাখি
মাম্মি, মাদার চুলোয় যাক
মাকে মা বলেই ডাকি!!