বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে কেবল
একটি দূর্ভেদ্য দেয়াল দাঁড়িয়ে থাকে
কেউ কেউ সেটি সহজেই ভাঙতে পারেন
আর কেউ কেউ চাইলেও ভাঙতে পারেন না
আবার কেউ কেউ ইচ্ছে করেই ভাঙেন না!

এসব কারণেই আজকাল আমি
সন্ধি, অভিসন্ধি আর দুরভিসন্ধির কথা ভাবি
মাঝে-মধ্যে ডাকপিয়ন আসে উড়ো চিঠি দেয়
অবশ্য সে চিঠিতে কিছুই লেখা থাকে না!

এসব কিছুই যেন খোলা সৈকতের বালুকাবেলা
ডাকপিয়ন আসে আর যায় মেলা
কেবল কেউ জানে না কখন ভাঙবে খেলা!!