বিলের নাম রনিয়া । তার পাশে আমাদের পাচলী পাড়া গ্রাম । আমি তখন ৩য় ক্লাসে পড়ি । তখন বরষআ কাল । আমাদের পাড়ার একজন মেয়ের বিয়ে । বর এসেছে লঞ্চ দিয়ে । পাড়ার সকল ছেলে মেয়েরা আনন্দ করছে । হঠাৎ" শুনি সবাইকে লঞ্চে উঠিয়ে রনিয়া বিলে ঘুরাবে ।
কথাটা শুনে আমিও খুব আনন্দিত হলাম । কিন্ত মা-বাবার অনুমতি ছাড়া লঞ্চে উঠতে সাহস পেলাম না । তাই অনুমতি নেয়ার জন্য ছুটলাম । আব্বা বাড়িতে নেই । মায়ের কাছে গেলাম । মা বললেন, ভাইয়াকে নিয়ে যাও । ভাইয়াকে নিয়ে রনিয়া বিলের পাড়ে গিয়ে দেখি লঞ্চ ইতিমধ্যে
ছেড়ে গেছে । আমার চোখ তখন ছলছল করছে । তারপর নানা কারণে এই সুদীঘ ৩০ বছরেও আমার লঞ্চে উঠার সাধ পূরণ হয়নি ।
আজ সেই মাহেন্দ্রক্ষণ । কক্সবাজার থেকে সেন্ট মারটি ন দ্বীপে যাওয়ার জন্য যখন লঞ্চে উঠলুম তখন আমার চোখ আবার ছলছল করে উঠল ।