তাম্বুরাটা ফেলে দিয়েছি সেই অনেক আগেই
এখন জাম্বুরাটাও ছোঁ মেরে নিয়ে গেল চিল
কেবল বাকি ছিলো কানাহরি রনিলের বিল
সেও এখন একবার পুকুর, আরেকবার ঝিল!
আমার মধ্যযুগীয় ভাঁড়দের কথা খুব মনে পড়ে
ভাঁড়ামো হলেও ছিটেফোঁটা বিবেক বোধ ছিল
মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর হিম্মত ছিল
এখন তবে সবাই কীভাবে এসব বিকিয়ে দিল?
সবকিছুর মতোন কবিতাও এখন পরপুরুষ
দেখতে, শুনতে ভালো হলেও কোন কদর নেই
বাহির বাড়িতে শেকল বাঁধা পাগলের দশা যেই
ভাঁড়দের বিকিরণে আজকাল কবিতাও সেই!!