কিছু কিছু শব্দ পোষা পাখি হলে মন্দ নয়...
কে জানে না..?
প্রেমের চেয়ে পরকীয়া প্রেম সব কালেই মধুর হয়!
যে আমি একদিন ছবি ভালোবেসে ছিলাম
এখন সেই আমিই ভালোবাসি জলের ছবি
মান্দারের কাঁটায় জেগে উঠছে কিশোরী কাল
হাওড়ার প্রেমিক সুপুরুষ ফিস ফিস করে বলে,
কী সুন্দর তোমার টসটসে গাল!
তবুও.....
পুরনো চালে ভাতার জলে সেদ্ধ হউক আগুন
আসল সত্যিটা লুকিয়ে আর লাভ নেই
পরকীয়া প্রেমেই উড়ুক, হালের দুরন্ত ফাগুন!