একটা শিশু ফিলিস্তিনি
দু'চোখ ভরা জল
তবুও তার বুকে আছে  
শক্তি, সাহস, বল!

ভাই শহীদ, বাবা শহীদ
শহীদ খেলার সাথি
ঘর পুড়েছে, মন পুড়েছে
কেমনে কাটে রাতি!

শয়ে শয়ে বুলেট বোমা
পাখির মত উড়ছে
শত্রুসেনার গোলার মুখে
মরছে মানুষ মরছে!

তবুও সেই বীর শিশুটির
নাই কোনো ভয়-ভর
দেশ স্বাধীন করে তবেই
ফিরবে আপন ঘর!!
------------------