প্রতিদিনের শেষে একটু একটু শিখতে চেয়েছিলাম
আর এখন না রাত আর না দিন...
তবুও খসে পড়ছে কিছু নক্ষত্র একহারা!

অথচ ইদানিং না পড়েও অনেক কিছুই পঠিত বলে
গণ্য হয়
অন্তত পঠিত বলে গণ্য করা হয়
আমি কবিতায় কী বলতে চাইছি তাই কি জানি?

জানি না বলেই এখনও আমি মানুষ আছি...
এখনও হাতে, পায়ে, বুকে চিমটি কাটলে ব্যথা পাই
কেউ মুখ খারাপ করলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি!
যেন পৃথিবীর কোথাও কিছু হয়নি
যেন পৃথিবীর কেউ কোনোদিন ভালোবাসেনি
যেন আমিও কাউকে কোনোদিন ভালোবাসিনি!!