তারা কোনোদিনই পরাজিত হয়নি...
আগাছা, পরগাছা থেকে মাচা বেয়ে তিরতির করে
ওঠে গেছে রস থেকে রসায়ন..
এক ফুল থেকে অন্য ফুলে.. ফুলেফেঁপে হরদম
আয়োজন করে গেছে পরাগায়ন!
আর আমরা সেই তিমিরেই আছি..যে তিমিরে
আদ্যিকালে ছিলাম.. কেবলই দিয়ে যাচ্ছি
প্রতিনিয়ত আবদ্ধ জলের মহড়া.. যারা কোনোদিন
পরাজিত হয়নি আমরাই দিই তাদেরও প্রহরা!
তবুও আমাদের রাত্রিগুলো আর পোহায় না
আমাদের ময়ুরীরা কতোদিন পেখম মেলে না
পতিত জমির ঘাসের মতো কেবল বড়সড় হয়...
পাতিলেবুর মতো যতো চাপ দেওয়া যায়.. ততোই
যেন রস বের হয়..!
হাজার বছর ধরে... চলে আসছে এই একই রীতি
সাধুর মুখে যে নীতি..
চোরের মুখেও সেই একই নীতি..
সাধু আর চোরের মাঝখানে আমরা কেবলই দলিত
কেউ বলে সাধু ভাষা আর কেউ বলে চলিত..!!