মোহনার মিলনে একদিন যে নদীটির দীর্ঘ জন্ম
সেও চাতালে বসে চাতকের মতোন জল খুঁজে
একধারে বসে বাউল তখনও বেহালায় তুলে সুর
ন কবিতাটি বেসুরো চেঁচিয়ে বলে,
সমুদ্র, বলতে পারো.. জল আর কতোদুর?
দেখো, দিগন্ত বিস্তৃত কেমন পোয়াতি মেঘমালা
ধুমকেতুরা ধুমসে খেলছে ডাংগুলি খেলা
প্রলয় আর উল্লাস একসাথে বাজাচ্ছে বেহুলা
বাজারিও কম যায়নি
উপাচারে উপাচারে ঝুলিয়ে রেখেছে সস্তার মুলা!
অবশেষে বেবাক অবাক ঘুমপাড়ানিও অস্তাচলে
বিরহী নদীটি কাঁদতে কাঁদতে মানুষের কথা বলে!
সবকিছু মুছে যায়, মুছে না কেবল জলের দাগ
কতোফুল ঝরে যায়, কে মনে রাখে পরাগ..?