আসলে সবকিছুই উদয়াস্তের নিঠুর খেলা
এই যে লগ্নি সন্ধ্যাটা সেদিন রাত হয়েছিল
সে কি আর ভোর হয়েছে? নাকি হবে?
তবুও তো প্রত্যাশার জলছাপে যায় বেলা!

এরচেয়ে বরং উপোস থাকাই ঢের ভালো
ভালো হোগলার বনে.. মনের মোষ তাড়া
যে নদীটি চিড়িয়াখানার মৃত ব্যাঘ্র হয়েছে
সেও কি ছিলো তবে লাইলীর প্রেমে পড়া?

কাল আর সমকালে কি প্রভেদ? নিউটনের
গতিসূত্র ছাড়া ভিন্ন কিছু নয়; তবুও ফিবছর
পলক আর সোনার পালক নিয়ত খসে খসে
নক্ষত্রবীথিকা হয়!
----------------------------------