অনেক ভেবে চিনতে দেখেছি সমাধান সূত্র যেই-সেই
অবশেষে একজন বলল, নাকে তেল দিয়ে ঘুমাও কবি..
পাখিদের কোনো দেশ নেই!

আমিও আর কিছু বলিনি, হয়ত হবে তাই
চীনের মহাপ্রাচীর হউক অথবা ফালানির কাঁটাতার
হউক
আসলেই পাখিকে আটকানোর মুরদ কারো নাই!