এই শীতে অতিথি পাখিরাও ভালো নেই
সমানে সমান রাত্রি এবং দিন
তবে কি তারাও আমাদের মতোন শোধিতেছে
বাপ-দাদা-পরদাদার ঋণ?
ইতিহাস আড়াল করে রেখেছে যে ঘন মেঘ
যে পুড়েছে টোনাটুনির সংসার
আসন্ন বইমেলায় পাণ্ডুলিপিটা জমা দেওয়া হয়নি
যদিও জানতাম প্রচারেই প্রসার!
ইরান আজ অভিযোগ করেছে তুরস্ক তাদের
আকাশ থেকে চুরে করেছে মেঘ
কুসুম, তুমিও তাদের চেয়ে কোনোঅংশে কম নও
দিবালোকে কেড়ে নিয়েছ আবেগ!