নিয়তবায়ুর মতোন স্বাভাবিক থাকতে চাই
তবুও আজ সকালে হাইপ্রেসার বেশ টের পেলাম
তেমন কোনো কার্যকারণ নেই...
সানকি পাড়া কাঁচাবাজারে গিয়েছিলাম!
তুমুল বৃষ্টির মধ্যেও ওখানে বেজায় গরম
আমি এমনিতেই সব সময় নরম মানুষ
তবুও আজ অকারণেই সারা গায়ে শরম!
বৃত্তের কেন্দ্রের কথা এখন আর কেউ ভাবে না
সবাই চক্কর দিতে ভালোবাসে পরিধি
রাজপথ হউক বা সড়ক পথ..ওরা আসলে নদী!