নিয়ম করে হররোজ কাঠের পিঠে লিখে রাখছি স্বর্ণ
আমি জানি - এই অসম যুদ্ধে কেবল কিছু শব্দ হবে
আহত অথবা নিহত ; কেননা
আশ্রয়-প্রশ্রয় পেয়ে কাঠ কিছুটা চকচকে হবে বৈকি
তবে দিল্লির মতো স্বর্গও সূদুর পরাহত!
তবুও আমি আপাতত আশাহত বিবাগী বৈরাগী নই
এই অঘ্রাণের যুবক ধানে ভাজা খইও নই
এক চিমটি, দুই চিমটি করে জমাতে চাই আলো
স্বর্ণ না হলেও কিছু কিছু বর্ণ ডানা মেলবে জমকালো!
তবে না হয় আশা আর আশংকায় উড়ুক পাথর পাল
একদিন না একদিন হরিণাচরে ধরা দেবেই কৃষ্ণচূড়ার যুবতী গাল!
ঐ দেখো, বাউল বাতাসে কেমন ওড়ে অপরুপার লাল
কিছুটা দূর্বোধ্য সময় আঙ্গুলের কড়ে গোনতে থাকো
আলাপনে আবার ফিরে আসবেই আলাওলের কাল!!