প্রতিদিন একই পৃষ্ঠা বারবার উল্টাই
এক পা, দুই পা করে জলের উপর হাঁটি
পা ডুবে কি ডুবে না.. সেইসব বহুতদূর
একই পৃষ্ঠায় শুরুতে যেমন ছিলাম
এখনো কিছুতেই কাটছে সেই ঘোর!
অথচ কত না বিস্তৃত সাগর নদী হয়
কত না সংখ্যা অংকের প্রতিনিধি হয়
তবে আমার কেন কাটে না পৃষ্ঠার ঘোর
যে ছিল দীঘল রাত্রি.. সে-ই মন চোর!
তবুও আক্ষেপ আর বিক্ষেপ বিক্রি করি
আক্ষরিক অনুবাদ লুফে নেয় পোকা
তবে কি অপর পৃষ্ঠা মানেই.. ধোকা..!!