পৌষ মাস চলে গেলো
আসল এবার মাঘ
সবাই বলে মাঘের শীতে
কাঁপে নাকি বাঘ!

এই কথাটা সত্যি-মিথ্যা
চুলোয় তুলে রাখি
শীত যখন বসবে জেঁকে
শরীর সবাই ঢাকি।

এখন আবার ওমিক্রন
দিচ্ছে বিশাল হানা
মুখে মুখে মাস্ক পরবে
বলে দিছেন নানা।

বেশি লোকের ভিড়ে তবে
সজাগ থাকা চাই
ওমিক্রনকে ঠেকাতে হলে
এটা বড় দাওয়াই!
--------------------