নিকটতম দিগন্তে ঠাঁই দাঁড়িয়ে আছে ঈদের চাঁদ
ওর সারা গতর জুড়ে কেবল অনাবিল হাসি
আমি আর্য কী অনার্য সে ব্যাখ্যায় আর যেতে চাইনে
আমি এতোটুকুন মাত্র বলতে চাই...
আমি পৃথিবীর সব হাসি-ই খুউব ভালোবাসি!

মাছ কিনতে গিয়েছিলাম, দোকানিরা হাসে
শাকসবজি কিনতে গিয়েছিলাম, দোকানিরা হাসে
মাংস কিনতে গিয়েছিলাম, দোকানিরা হাসে...
তবে কি তারাও আমার মতোন হাসি ভালোবাসে?

আমার এখন আর তেমন কিছু একটা চাওয়া নাই
আমি কেবল চাই
পৃথিবীর সবাই অনাবিল হাসুক
হাসতে হাসতে খাল-বিল, নদী নালা ভরে ফেলুক
হাসতে হাসতে ভরাট করে দিক অমাবস্যার নদী
বিক্রেতার মুখের সেই অনাবিল হাসিটা
আমার মতোন ক্রেতার মুখেও থাকতো যদি....!!