কুসুমকে বলতে চেয়েও বলতে পারিনি
ওই যে আসছে ফাগুন
শিমুল,পলাশের গায়ে এই যে লাগছে আগুন
চলো, আমরাও কিছু একটা করি
অন্তত হুডতোলা রিকশায় একটু ঘুরাঘুরি!

ঘুরতে ঘুরতে না হয় একটু হাত ধরাধরি হবে
একুশের দুই কি তিনটি কবিতার আবৃত্তি হবে
বিশুদ্ধ বাংলায় কিছুক্ষণ কথা চালাচালি হবে
ভুলে যেও না যেন... রাস্তার কিনারে
শহীদ মিনার দেখলে একটু দাঁড়াতে হবে!

অত:পর সবাই যেভাবে ইউটার্ণ নেয়
নিমিষেই ভুলে যায় মা, মাটি ও মাতৃভাষা
আমাদেরকেও সেভাবেই সবকিছু ভুলতে হবে
সবার সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে
বাংলা ইংলিশ খিচুড়ি পাকিয়ে বলতে হবে!